কমিউনিটি অ্যাফেয়ার্স বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এফএম-৭৮৬-এ।
এতে অতিথি হিসেবে যোগ দেবেন নিউইয়র্কের নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট মোরশেদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে বাংলাদেশ সোসাইটির ট্রেজারার এবং বাংলাদেশি আমেরিকান সোসাইটি কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী।
অনুষ্ঠান জুড়েই থাকবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি প্রসঙ্গ। কমিউনিটির কার্যক্রম-ভূমিকা এবং আগামীতে আরও করণীয় বিষয়ে নানা আলোচনা হবে। নানা পরামর্শ দেবেন নিউইয়র্কের নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের প্রেসিডেন্ট মোরশেদ আলম।
রোববার নিউইয়র্ক সময় সকাল সাড়ে আটটায় হবে অনুষ্ঠানটি। সেটি বাংলাদেশ সময় হবে রাত সাড়ে দশটায়। এফএম-৭৮৬ এর অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে দেখা যাবে অনুষ্ঠানটি।