ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে তুরস্ক।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, শরণার্থী ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। দুই পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়ার পর দুই পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নের এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এর আগে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র সব ক্ষেত্রে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।