যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইসলামিক টিভি চ্যানেল আইটিভি উদ্যোগে হয়ে গেল বিশেষ একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটির নাম ছিলো ‘লিসন লারন্ট ফ্রম ২০২০’।এতে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইমাম শামসী আলী। আলোচনার বড় একটা অংশজুড়েই উঠে আসে করোনার কথা। তিনি বলেন, ২০২০ সাল মানবজাতির জন্য ভয়ংকর একটা সময়। এই সংকট থেকে কি শিখতে পারি, তা নিয়ে আলোচনা করেন অতিথি।২৭ ডিসেম্বর রোববার বিকেল ৫ টায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।