প্রিয় বাংলার’ উদ্যোগে জলবায়ু পরিবর্তন ইস্যুতে সচেতনতামূলক ত্রৈমাসিক ওয়েবইনার আয়োজন করা হয়েছে।
আগামী ২৭ ডিসেম্বর রোববার সকাল দশটায় ভার্চুয়ালি হবে অনুষ্ঠানটি। এতে গেস্ট স্পিকার হিসেবে যুক্ত হবেন আরলিংটন কাউন্টি বোর্ড মেম্বার তাকিস পি কারানটোনিস। অনুষ্ঠানে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় করণীয় নানা দিক নিয়ে আলোচনা করা হবে।
এই আয়োজনের সহযোগী হিসেবে আছে- নিউ ভার্জিনিয়া মেজরিটি এডুকেশন ফান্ডসহ আরও কয়েকটি সংগঠন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এফএম-৭৮৬, এনআরবি কানেক্ট ও টাইম ২৪। এছাড়া, প্রিয় বাংলার ফেসবুকে পেইজের মাধ্যমে দেখা যাবে আয়োজনটি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যে জানা যাবে www.priobangla.org এই ওয়েবসাইটের মাধ্যমে। অথবা যোগাযোগের নম্বর ৭০৩৯৯৬৯৭২৪।