যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করতে যাচ্ছে মুসলিম নেটওয়ার্ক টিভি। আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাতটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অ্যাওয়ার্ড জয়ী টিম নিয়ে সাজানো হয়েছে চ্যানেলটি।প্রডাকশন বিভাগেও আছে অভিজ্ঞ জনবল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ওমর রিগ্যান, ইমাম মালিক মুজাহিদ, বন্যা মোহাম্মদ, ড. আল-বারওয়ানি ও হেনা জুবেরি।
সংশ্লিষ্টদের দাবি-আমেরিকার একমাত্র ২৪ ঘণ্টার মুসলিম চ্যানেল এটি। মুসলিম কমিউনিটি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট সবধরনের সংবাদ গুরুত্ব পাবে এখানে।