ব্রকলিনের সড়কে কৃষ্ণাঙ্গদের হাতে রক্তাক্ত হলো বাংলাদেশি যুবক মোশারফ হোসেন সাগর। পেটানোর পর তার মোটরসাইকেল নিয়ে গেছে হামলাকারীরা।
হামলার শিকার সাগর জানান, ডেলিভারীর কাজে বেরিয়েছিলেন তিনি। পথে তারওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন কৃষ্ণাঙ্গ। একপর্যায়ে চলে বেধড়ক মারধর। এতে গুরুতর জখম হন তিনি। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে হামলাকারীরা। আহত সাগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
মোশারফ হোসেন সাগরের দেশের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের।