লস এঞ্জেলেসে আততায়ীর ছোঁড়া গুলিতে আহত হয়েছে এক কিশোর। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট অভিযুক্তকে আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, ম্যাককিনলে এভিনিউ এর ৪৮০০ ব্লকে ৪টা ৩০ মিনিটে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে আহত কিশোরটির অবস্থা আশঙ্কামুক্ত। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে আটক করতে পারেনি লস এঞ্জেলেস পুলিশ।
এছাড়া অভিযুক্তের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্যও পাওয়া যায়নি। তবে স্থানীয় ভাবে তল্লাশী চালাচ্ছে লস এঞ্জেলেস পুলিশ।