ABCH গ্রুপের সক্রিয় সদস্যদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ২৬ মার্চ। এ উপলক্ষ্যে রেজিষ্ট্রেশনের আহ্বান জানানো হয়েছে। সর্ব্বোচ্চ ৪০ জন এতে অংশ নিতে পারবেন।
করোনার কারণে এবার স্বপরিবার বা শিশুদেরকে আনতে নিরুসাহিত করা হয়েছে। একটি রেজিষ্ট্রেশন শুধুমাত্র একজনের জন্য। টাকা জমা দেবার শেষ তারিখ মার্চ ২০, ২০২১। স্থান: জ্যাকশন হাইটস, কুইন্স।(পুরো ঠিকানা রেজিষ্ট্রেশন করার পরে ই-মেইল বা ফোনে জানানো হবে) উপস্থিতির সময়: বিকাল ৩ টা। ( অবশ্যই মাস্ক পরে আসতে হবে) আগ্রহীরা এখানে রেজিষ্ট্রেশন লিংকে ক্লিক করুন- https://form.jotform.com/abch.fund/meet-abch