আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে বন্দুকধারীর গুলিতে বিসমিল্লাহ আদেল আইমাক নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই মাসে দেশটিতে সন্ত্রাসীদের হামলায় পাঁচজন সাংবাদিক প্রাণ হারালেন।
গণমাধ্যমকে বিসমিল্লাহ আদেল আইমাক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকারি কর্মকর্তারা।
বিসমিল্লাহ আদেল ‘ভয়েস অব ঘোর’ নামের এক রেডিও চ্যানেলের প্রধান সম্পাদক ছিলেন। ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহের কাছে গত শুক্রবার অজ্ঞাত কয়েকজন বন্দুকধারী তাঁর ওপর ওই হামলা চালায়। তবে এখানো কেউ তার ওপর এ হামলার দায় স্বীকার করেনি।
ঘোরের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ গণমাধ্যমকে বলেন, বিসমিল্লাহ আদেল ২০১৫ সালে ওই রেডিও স্টেশনে যোগ দেন।