নিউইয়র্কের ম্যানহাটনের বাসিন্দা প্রবীণ আলহাজ আলাল আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৪ ফেব্রুয়ারি রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
স্বজনরা জানান, ছেলের গাড়িতে করে ব্রুলীন হসপিটাল সেন্টারে ভ্যাকসিন নিতে যাচ্ছিলেন আলাল আহমদ। পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আলাল আহমদের দেশের বাড়ি সিলেটের ছাতকে।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের বড় ভাই আলাল আহমদ। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বাবার আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া চেয়েছেন ইকবাল আহমেদ মাহবুব ও মানিক আহমদ। সেইসাথে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শোক জানিয়েছেন সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ।