নিউইয়র্কে একদিনে এক হাজারেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর গভর্নর অ্যান্ড্রু কুমো জানান, আগের ২৪ ঘণ্টায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে ১ হাজার পাঁচজনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। গত ৫ জুনের পর একদিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। গবেষকরা বলছেন, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হলেও এখনো হার্ড ইমিউনিটি তৈরি হয়নি। এ অবস্থায় প্রাপ্তবয়স্কদের ৯০ শতাংশই ঝুঁকিতে রয়েছেন। কুমো বলেন, ‘সামনে শীত ও ফ্লু মৌসুম। এই সময় মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলা ও ঘনঘন হাত ধোয়া অত্যন্ত জরুরি।