সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন আমেরিকা শাখার সাবেক সাধারণ সম্পাদক রশীদ জোবাইর। এ তথ্য নিশ্চিত করেছেন ফাস্ট কমিস অ্যাট কার্নিভাল ইউকের মুস্তাফা কামাল।
তিনি ফেসবুকে লিখেছেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন আমেরিকা শাখার সাবেক সাধারণ সম্পাদক রশীদ জোবাইরভাই গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। মহান আল্লাহ তা’য়ালা দয়াল নবীজীর উসিলায় তাকে শিফা-ই কামিলা দান করুন হায়াতে তায়িবা দান করুন। আমিন। ছুম্মা আমিন।