টাইমস স্কয়ারে কেক কেটে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় চলে জন্মদিনের অনুষ্ঠান।
এসময় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য নুরুল আফছার সেন্টু, আবদুল হামিদ, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সহ সভাপতি সাইকুল ইসলাম, এম উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদেক শিবলু,মাহাফুজ হায়দার, সুমন মাহমুদ, দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক গোলাম হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল, মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা শাওন, চার্চ ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকন, যুক্তরাষ্ট্র যুবলীগের খন্দকার জাহিদুল ইসলাম, নোভেল আমিন, জোবায়ের আল হাসান প্রমুখ।