এবারের বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্কে বাংলা ক্লাব ইউএসএ। গেল ৯ নভেম্বর সোমবার রাতে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব রেষ্টুরেন্টে সংগঠনটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের পরিচালনায় চলে অনুষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন. সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সদস্য আখতারুজ্জামান হ্যাপি, মুনিম, কাজি মাহে আলম, আনোয়ার ও হেলাল, হাছান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন, মীর সারওয়ার আলী ও মিলন। পরে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।