বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগের ফাইনালে উঠেছে ব্রঙ্কস স্টার ও যুব সংঘ (এ)। আগামী ১ নভেম্বর রোববার বঙ্কলিনে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। এরআগে, সেমিফাইনালে ব্রঙ্কস স্টার ১-০ গোলে পরাজিত করে আইসাবকে। অন্যদিকে, যুব সংঘ (এ) ২-০ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে হারিয়ে ফাইনালে ওঠে।
এদিকে, খেলার শুরুতে স্পোর্টস কাউন্সিলের সাবেক প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনিকে স্মরণ করা হয়। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন খেলোয়ার আর অতিথিরা। পরে অনুষ্ঠিত হয় দোয়া। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এবং মোড়লগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ ইনক’র সাধারণ সম্পাদক ছিলেন তৈয়বুর রহমান টনি।