বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন-বাফির নতুন চেয়ারম্যানম হলেন জহিরুল হক ভূঁইয়া মুকুল।
গত ১২ ডিসেম্বর বাফির এক বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বীর আহমেদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির ঘোষণা দেন। পরে নতুন চেয়ারম্যান হিসাবে বায়োটেক সায়েন্টিস্ট জহিরুল হক ভূঁইয়ার নাম প্রস্তাব করা হলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। সেইসাথে, শিব্বীর আহমেদকে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। নতুন বছরের শুরুতে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বৈঠকে অংশগ্রহণ করেন পরিচালক আকবর হায়দার কিরণ, মুজিবুর রহমান দুলাল, ফারুক আহমেদ, নূর হোসেন, জুবায়ের খান, মুশফিক মুশু, আকতার হোসেন, মনজুর আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন পরিচালক মশিউর রহমান।