যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত বাংলাদেশ অনলাইন নিউজ নেটওয়ার্ক বিডিঅন’র সম্পাদক হলেন মশিউর রহমান মজুমদার। নতুন বছর থেকে এই দায়িত্ব পালন করবেন তিনি। বিডিঅন’র শুরু থেকেই সহ সম্পাদকের দায়িত্বে ছিলেন মশিউর রহমান মজুমদার।
বাংলাদেশ অনলাইন নিউজ নেটওয়ার্কের উল্লেখযোগ্য নিউজ মিডিয়ার মধ্যে রয়েছে খবর.কম, লাকসাম.কম, নিউইয়র্কবাংলা.কম, ওয়াশিংটনবাংলা.কম। উল্লেখ্য, সম্প্রতি বিডিঅন’র প্রতিষ্ঠাতা শিব্বীর আহমেদ এর সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন।