নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন ইনক’র উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেইসাথে চলবে বস্ত্র সংগ্রহ অভিযানও।
আগামী ২৭ নভেম্বর শুক্রবার জ্যামাইকার স্টার কেবাবে এর আয়োজন করা হয়েছে। বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে কার্যক্রম। এতে অংশগ্রহণের জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। আয়োজনের পাশে আছে, নিউইয়র্কের জনপ্রিয় ইসলামিক টিভি চ্যানেল আইটিভি ইউএসএ, এফএম-৭৮৬, সাদকাহ ফাউন্ডেশন ইউএসএসহ আরও কয়েকটি সংগঠন।
নিচের লিংকে ক্লিক করে নিজেরসময় অনুযায়ী করা যাবে নিবন্ধন।https://donate.nybc.org/donor/schedules/drive_schedule/286029