লস অ্যাঞ্জেলসের কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরীর বাবা শওকত আলম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ ডিসেম্বর সোমবার রাতে ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করে ক্যালিফোর্নিয়া বিএনপি।
এতে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহিন। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। উপস্থিত ছিলেন বাফলার বর্তমান সভাপতি শিপার চৌধুরী, প্রতিষ্ঠাতা মাহবুব খান, সাবেক সভাপতি ড. এম এ হাসেম, মেজর এনামুল হামিদ, জসিম আশরাফি, বাংলাদেশ সোসাইটির সভাপতি ড: জয়নুল আবেদিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি বদরুল আলাম মাসুদ, মুনার লস অ্যাঞ্জেলস জোনোর সভাপতি আশরাফ আকবর।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা আব্দুল হান্নান, ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাছিত, শামসুজ্জোহা বাবলু,
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল চৌধুরী শিপলুসহ অসংখ্য নেতা কর্মীরা। দোয়া পরিচালনা করেন রেজা শাহনেওয়াজ। উল্লেখ্য শওকত আলম চৌধুরী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।