নিউইয়র্কে মুসলিম পারসোনালিটি অব দ্যা ইয়ার সনদপত্র প্রদান করা হয়েছে।
আইটিভি ইউএসএ ও নিউইয়র্কে বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে সনদপত্র দেয়া হয়। এবার মুসলিম পারসোনালিটি অব দ্যা ইয়ারের এই সনদ পেয়েছেন ইকবাল হোসাইন জীবন। খেতাব পাওয়ার পর আইটিভি ইউএসএ এবং বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানান তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেন আইটিভি ইউএসএর সিইও বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ শহীদুল্লার প্রতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকবাল হোসেন লেখেন, যেকোন কাজের স্বীকৃতি সৃজনশীল মানুষদের অনুপ্রাণিত করে সবসময়। যোগাবে দ্বিগুন কাজের উৎসাহ।