বাংলাদেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ।
গেল ১০ অক্টোবর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় একের পর এক ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। বলেন, ঘৃণ্য এই ঘটনায় জড়িতরা কোন দলের নয়; তারা দেশ ও সমাজের শত্রু। তাই তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। ছাত্রলীগ সবসময় নিপীড়িত মানুষের পাশে আছে এবং থাকবে বলেও মন্তব্য করেন বক্তারা।
সমাবেশে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক দুই সভাপতি জেড এ.জয় ও জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, আলামিন আকন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা রফিকুর রহমান, এম উদ্দিন আলমগীর, শিবলী ছাদেক শিবলু, মাহফুজুল হক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কবির আলী, যুগ্ম সম্পাদক সৈয়দ কিবরিয়াসহ আরও অনেকে।
এছাড়া, আয়োজকদের মধ্যে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হেলাল মিয়া, ফাহিম আহম্মেদ, সাজ্জাদ রায়হান, মৃদুল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।