অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত আপনজন আজমল হোসেইন কুনু। তিনি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বিশিষ্ট সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব।
স্বজনরা জানিয়েছেন, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন আজমল হোসেইন কুনু। অবস্থার অবনতি হওয়ায় লংআইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আজমল হোসেইন এবং তার পরিবার।