বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসয়িশেসন-বিএসএ’র কুইন্সবরো কমিউনিটি কলেজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাম দেয়া হয়েছে ‘নবীন’। ২৫ নভেম্বর বুধবার রাত নয়টায় জুমের মাধ্যমে ভার্চুয়ালে হবে অনুষ্ঠানটি।
আয়োজকরা জানিয়েছেন, মহামারীর কারণে এবার সাংস্কৃতিক আয়োজন সরাসরি করা যাচ্ছে না। বাধ্য হয়ে বেছে নিতে হয়েছে অনলাইন মাধ্যম। তবুও কমতির শেষ নেই। থাকছে গান-নাচসহ নানান আয়োজন। নাচ-গানসহ বিভিন্ন ক্যাটাগরিতে এতে অংশগগ্রহণকারীরা ব্যস্ত প্রস্তুতি সেড়ে নিতে। জুমের মাধ্যমে নবীনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। জুম আইডি : ৭২৬৭১৫৮২৮৩০। পাসওয়ার্ড: QCCBSA।