আল্লামা রইছ উদ্দিন সৎপুরী মুহাদ্দীস ছাহেব (র.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা-দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকার ১৫০-৫৯ কলেড এভিনিউতে এটি অনুষ্ঠিত হবে। আয়োক আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে আল-ইসলাহ ইউকের সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল সাহেব। প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ’র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। এছাড়া, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা হামিদুল হক মাহমুদ, সাহেবজাদা সৎপুরী মুহাদ্দিস সাহেব।
নিউইয়র্ক সময় সকাল সাড়ে এগারটায় অনুষ্ঠিত হবে আলোচনা-দোয়া। আঞ্জুমানে আল ইসলাহ’র ফেসবুক পেইজ থেকে লাইভ হবে এটি। সেখানেও সবাইকে যুক্ত হবার আহ্বান জানানো হয়েছে।