নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে কাগজপত্রহীন এবং নবাগত অভিবাসীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় ‘আমাদের সাপোর্ট নেটওয়ার্ক’ ও ‘নিউইয়র্ক মুসলিমস ফর সিভিক এঙ্গেজমেন্ট’ নামক দুটি সংস্থার উদ্যোগে এই চেক বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। ‘আমাদের সাপোর্ট নেটওয়ার্ক’র প্রধান সমন্বয়কারি আশিক মাহমুদের সঞ্চালনায় ‘নিউইয়র্ক মুসলিমস ফর সিভিক এঙ্গেজমেন্ট’-এর প্রেসিডেন্ট মীর মাসুম আলী উদ্বোধনী বক্তব্যে নেতৃবৃন্দকে কমিউনিটির পাশে আরো বেশি করে দাঁড়ানোর আহবান জানান।