নন প্রফিট অর্গানাইজেশন ডমেস্টিক হারমনি ফাউন্ডেশনের উদ্যোগে ভার্চুয়ালী তহবিল সংগ্রহ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৬ টা থেকে সাতটা পর্যন্ত হবে অনুষ্ঠানটি।
এতে অতিথি হিসেবে যুক্ত হবেন শারমীন ওবায়েদ-চিনয়, লউরা কারান, কেভিন থমাস, ফারাহ মোজ্জাওয়ালা, ড. মার্গারেট আব্রাহম, ড. ফারুক খান, সাতনাম সিং পারহার, ড. জাভেদ সুলেমান, মুফতি ফারহান ও রিজওয়ান কোরাইশী।অনুষ্ঠানের অনলাইন স্ট্রিমিং পার্টনার, মাইড্রিম টিভি ইউএসএ, মুসলিমস অব লং আইল্যান্ড এবং ইমালায়ালি.কম। দেখা যাবে www.dhfny.org লিংকেও।
অনুষ্ঠানে থাকছে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও। ডোনেট করা যাবে www.dhfny.org বা dhf, p.o.box35, Syosset, ny-11791 এই ঠিাকানায়। প্রয়োজনে যোগাযোগ করা যাবে romana@dhfny.org or (516)-7190370 এই নম্বরে।