আসল মোড়কের আড়ালে আনা হচ্ছিল নকল এন-৯৫ মাস্ক। সম্প্রতি সেই মাস্ক জব্দ করা হয়েছে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে।
শুল্ক কর্মকর্তারা জানান, হংকং থেকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছিল এক লাখ ৪৪ হাজার মাস্ক। মান দেখে সন্দেহ হলে চলে যাচাই। পর দেখা যায় তা নকল। পরে মাস্কগুলো জব্দ করা হয়। যা স্বাস্থ্য কর্মীদের কাছে বিতরণের কথা ছিলো। নকল এই মাস্কের কারণে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়তেন তারা। নকল এই মাস্কের বাজার মূল্য প্রায় দেড় লাখ ডলার।
এর আগে গত ২ ডিসেম্বর হংকং থেকে আসা প্রায় ৩০ লাখ পিস এন-৯৫ মাস্ক আটক করা হয়। পরীক্ষা করে দেখা গিয়েছেন সেগুলোও মানসম্পন্ন নয়।