বাংলাদেশি আমেরিকনা সোসাইটির উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত আছে। ১৬ মার্চ মঙ্গলবার বিতরণ করা হয়েছে আরও ২০০ বক্স খাবার।
মানবিক এই কার্যক্রমের আয়োজক শাহ জালাল মসজিদ অ্যাস্টোরিয়া, আল খোয়াবা মসজিদ জ্যামাইকা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক, ওজোন পার্কের স্প্যানিস চার্চ, জ্যামাইকার মসজিদ আল ইনসান, সাদাকাহ ফাউন্ডেশন, হিলসাইড কমিউনিটির পক্ষে আমিন রুবেল এবং সাউথ জ্যামাইকা কমিউনিটি থেকে ছিলেন কমিউনিটি লিডার মোহাম্মদ আলী।
এসময় সার্বিক সহযোগিতার জন্য কাউন্সিল অ্যাডরিন অ্যাডামস, ইউএ-৩ প্রেসিডেন্ট ডন এবং ডেপুটি চিফ অব স্টাফ এমএস কেট ও ১৫৭ সেন্ট চার্চ কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।