হিলসাইড ইসলামিক সেন্টারের উদ্যোগে ফ্লু ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২১ নভেম্বর রোববার সকাল দশটায় শুরু হওয়া এই কার্যক্রম চলবে দুপুর ২ টা পর্যন্ত। নিউহাইড পার্কের হিলসাইড ইসলামিক সেন্টারে এর আয়োজন করা হয়েছে।
টিকা নিতে রেজিস্ট্রেশন করতে হবে Info@hicny.ofg এর মাধ্যমে। এতে যাদের ইন্স্যুরেন্স আছে তারা ফ্রিতে টিকা নিতে পারবেন। যাদের ইন্স্যুরেন্স নেই তাদের প্রথম দশজন বিনামূল্যে এটি নেয়ার সুযোগ পাচ্ছে। তবে এরপর থেকে প্রতিজনকে ২৫ ডলার করে গুনতে হবে।আয়োজনের সহযোগিতা করছে সিভিএস ফার্মেসি, ওয়েল কেয়ার, ফিডেল কেয়ার ও এইচআইসি।