বাংলাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ৭ অক্টোবর নিউইর্য়কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সংহতি সমাবেশ করেছেন বিভিন্ন পেশার মানুষ। বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, কবি-ছড়াকার-উপন্যাসিক দর্পন কবীর, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু, যুক্তরাষ্ট্র হিন্দু ইউনিটির আহ্বায়ক দীনেশ মজুমদার, ঢাকা গণজাগরণ গণজাগরণ মঞ্চ-এর জাকির হোসেন বনি, সম্মিলিত সাস্কৃতিক জোটের কর্মী গোপাল স্য্যনাল, প্রজন্ম একাত্তরের আহ্ববায়ক শিবলী সাদিক, যুব ইউনিয়নের সাবেক কর্মী সনজীবন কুমার, সাংস্কৃতিক কর্মী শুভ রায় প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মুজাহিদ আনসারী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্র শিল্পী তারিক হাসান, লেখক সেলিনা আকতার তুহিন, বাংলা চ্যালেনের সম্পাদক শাহ জে চৌধুরী, এটিএন বাংলার বার্তা সম্পাদক কানু দত্ত, নাট্যকর্মী তোফাজ্জল লিটন, হিন্দু ইউনিটির নিতাই বাগচী, সনজীব কুমার ঘোষ, রাজনীতিক মীর মশিউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খৃীষ্টান ঐক্য পরিষদের গোবিন্দ জি. বানিয়া, হোসনে আরা চৌধুরী, প্রতীমা সরকার, নুরন্নাহার বেগম, বিপুল কে সাহা, মুক্তি সরকার,পপি ঘোষ প্রমূখ।