কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ করেছে নিউইয়র্ক যুবলীগ। ১১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে এই কর্মসূচি পালিত হয়।
নিউইয়র্ক যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম কমিশনারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আল মামুন সরকারের পরিচালনায় চলে মানববন্ধন-সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক রহিমুজ্জামান সুমন। এছাড়া, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক ইফজাল চৌধুরী, সদস্য রেজা আবদুল্লাহ স্বপন, মোশাহিদ চৌধুরী।
সমাবেশে নিউইয়র্ক যুবলীগের সহ সভাপতি নূর হোসেন ফরহাদ, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির, কমিউনিটি এক্টিভিস্ট মমিনুল ইসলাম, মিয়া মোহাম্মদ দাউদ, জাকির হোসেন সেলিম রেজা, স্বপন মাস্টার, মামুন হোসেন, আব্দুল মোতালেবসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তারা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।