সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকাল সাড়ে তিনটায়
ব্রঙ্কসের বাংলা বাজার অ্যাভেনিউতে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান কমিউনিটি এর আয়োজন করেছে।
পুলিশ জনগণের সেবক, প্রভু নয়; বিচার বহির্ভূত সকল হত্যা অমানবিক। প্রতিপাদ্যে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
আয়োজনের সার্বিক সহযোগিতায় আছে, বিএসিসি নিউইয়র্ক, আইএফএম, হৃদয় বাংলাদেশ , ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক ইনক,, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বিসিএ, ব্যান্ডস ইউএসএ, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক, বিএসিএসহ আরও কয়েকটি সংগঠন।