এক্সক্লসিভ ইউটিউব শো সালামের প্রথম পর্বের কুইজ বিজয়ী হয়েছেন খালিদ বিন ইউসুফ। কুইজের গর্বিত স্পন্সর আইটিভি ইউএসএ এবং এলান ফাউন্ডেশন। শিগগিরই ৩য় পর্বের ভিডিওর মাধ্যমে ২য় পর্বের বিজয়ীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
যারা যারা সঠিক উত্তরটি ইতিমধ্যে কমেন্টে পাঠিয়েছে তাঁদের সবাই যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে। আহ্বান জানানো হয়েছে, যিনি প্রথম বিজয়ী হবেন তাকে ইমেইলে বিজয়ী ঘোষণার এক সপ্তাহের মধ্যেই যোগাযোগ করতে হবে। কোন কারনে যোগাযোগ করতে ব্যর্থ হলে পাইপ লাইনে থাকা বাকি দুজনের যিনি আগে যোগাযোগ করবেন তিনিই পুরষ্কারটি পেয়ে যাবেন। আরও বিস্তারিত জানতে সালামের পর্ব গুলো দেখে নিতে হবে। link:
কুইজের অংশগ্রহণকারীদের উৎসাহিত করার জন্যে সালা উদ্দিন রাসেল এবং আইটিভি ইউএসএ’র সিইও মুহাম্মদ শহীদুল্লাহকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে আয়োজকরা।
https://youtu.be/3VpCnGgDivs