বিশ্বে করোনাভাইরাস ভয়াবহ রূপ নেয়ায় কুয়েত সতর্কতা হিসেবে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট, স্থলবন্দর ও সমুদ্রপথ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
সোমবার কুয়েতের সিভিল এভিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২১ ডিসেম্বর রাত ১১টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যা ১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। তবে কার্গো বিমান এ নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।
কুয়েতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯২২ জনের। আইসিইউতে রয়েছে ৫৫ জন, চিকিৎসা চলছে ৩ হাজার ১৪৫ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৪২ জন।