শেষ পর্যন্ত পদত্যাগই করলেন কিরগিজস্থানের প্রধানমন্ত্রী কুবাটবেক বরোনভ। নির্বাচন-পরবর্তী ব্যাপক বিশৃঙ্খলার মুখে দায়িত্ব থেকে সড়ে দাঁড়ালেন তিনি। খবর বিবিসি অনলাইনের।
বিবিসির খবরে আরও বলা হয়েছে, কুবাটবেক বরোনভের স্থলাভিষিক্ত হয়েছেন সাদির জাপারভকে। তাকে জেল থেকে তারা মুক্ত করেন বিক্ষোভরত সমর্থকরা। নির্বাচন ঘিরে কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল দেশটি। ভোট কারচুপির অভিযোগ এনে বিরোধী দলের সমর্থকেরা পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নেয়। ব্যাপক চাপের মুখে পড়ে দেশটির নির্বাচন কমিশন ফল বাতিল করে। এমন পরিস্থিতিতে কুবাটবেক বরোনভের পদত্যাগের ঘোষণা দেন।
অবশ্য নির্বাচনের ফলাফলে, দেশটির প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভের মিত্ররা বেশির ভাগ ভোট পেয়েছেন। তবে, ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। তৈরি হয়েছে বিশৃঙ্খলা।এদিকে, ক্ষমতায় থাকলেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট জিনবেকোভ।