ভাষা-শহীদ | মালেক ইমতিয়াজ
ভাষা-শহীদ
রফিকের মা কই ?
তোমার ছেলে রেখে গেছে
বর্ণমালার বই l
সালামের বাপ কই ?
তোমার ছেলে গড়ে গেছে
শহীদ মিনার অই l
বরকতের বোন কই ?
স্বাধীনতার গোলাপকুঁড়ি
ভাই পুঁতেছে অই l
শফিকের ভাই কই ?
লাল-সবুজের পতাকাতে
ভাইকে দেখো অই l
জব্বারের বউ কই ?
তোমার স্বামী এঁকে গেছে
বাংলাদেশটা অই l