মাওলানা শায়খ খলিলুর রহমান পীরসাহেব বরুণা রাহিমাহুল্লাহ'র জীবন ও কর্ম নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত নয়টায় মাদানী একাডেমী অফ নিউইয়র্ক এর আয়োজন করে।
ভার্চুয়াল এই আলোচনায় জুম লিংকে অংশ নেন নিউইয়র্কের সম্মানিত আইম্মা ও উলামা। সেইসাথে সংগঠনের সকল সদস্যরা। বাংলাদেশের বিজ্ঞ আলেমে দ্বীন,শাইখুল ইসলাম সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী (রাহ:) এর বিশিষ্ট খলিফা, হযরত মাওলানা শায়খ লুৎফুর রাহমান বরুণী (রাহ:) এর বড় সাহেবজাদা, আঞ্জুমানে হেফাজতে ইসলাম এর আমীর, বরুণা মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা শায়খ খলিলুর রহমান।
সভা শেষে মাওলানা শায়খ খলিলুরকে স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।