পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মাদ তাকী উসমানীকে পাক সরকারের পক্ষ থেকে ‘সিতারায়ে ইমতিয়াজ’ পদকে ভূষিত করা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই আকাশচুম্বী ব্যক্তিত্বকে সম্মাননা পদক দিয়ে খোদ পাকিস্তান ধন্য হয়েছে। গত সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির হাতে তাকে সিতারায়ে ইমতিয়াজ পদক দেয়া হয়। সিতারায়ে ইমতিয়াজ অর্থ শ্রেষ্ঠত্বের তারকা। এটি পাকিস্তানের বেসামরিক তৃতীয় সর্বোচ্চ পুরস্কার।