করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনে বন্ধ থাকার পর নিউইয়র্কে ৩০ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে রেস্তোরাঁ। তবে এখনই আগের মতো পুরোদমে খুলছে না রেস্তোরাঁগুলো। ধারণ ক্ষমতার ২৫ শতাংশ গ্রাহক নিয়ে বর্তমানে তা চালু করতে হবে। রেস্তোরাঁয় প্রবেশের সময় সব গ্রাহকের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে হবে। এক সঙ্গে বেশ কয়েকজন গ্রাহক গেলে যেকোনো একজনকে যোগাযোগের তথ্য দিতে হবে। কোনো কারণে কারও কন্টাক্ট ট্রেসিংয়ের প্রয়োজন হতে পারে।