রোগা অনুভূতি নিয়ে সুখ স্বপ্ন সংগ্রাম দহন
আলাদা করা যায় না
মড়া মাছের মতোন মনে হয় জাত প্রজাত ভেদ প্রভেদ
মাউথ অর্গানে কেউ স্বপ্ন দেখাতে এলে
কেন জানি মনে হয় মিথ্যা বলতে এসেছে
পদ্যের প্রহেলিকায় প্রহসন প্রাসঙ্গিক হয়ে ওঠে
বাড়ি পুড়ে গেলে কিংবা ধর্ষিতার কাতর বাতাসে ওড়ে যায় সুখ স্বপ্ন আর আস্থার আবাবিল
তামায় ফোটে না ফুল সিসায় শিশির বেমানান
লোহার মতোন মনে স্বপ্নের নেশা জমে না
ঘরের গুমোট শ্বাস ভারি হয়ে গেলে
যদি খুলে যায় বন্ধ জানালা
শ্বাস ফেলে বাঁচতে পারি কিছুদিন
কিন্তু খোলা তো যায় না!
অবাধ্য কথার খই মনের ভেতর ছটফট করে
কথার ভেতরে কথা বলে হয়ে যাই বাকফোবিয়া
এভাবেই মরে যাচ্ছে হাজার কথার আহাজারি
বুকের দহন নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছি
সংগ্রামহীন পরাস্বপ্নের দরোজায়।