নিউইয়র্কে টিএলসি ড্রাইভার হওয়ার সুযোগ করে দিয়েছে Drivewith.us নামে একটি ওয়েবসাইট। এজন্য আছে কিছু নিয়মকানুন। প্রথমেই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে নিবন্ধন করে নিতে হবে। দিতে হবে নাম-ফোন নম্বর-ইমেইল। জানাতে হবে গাড়ি আছে কিনা এবং টিএলসি লাইন্সেস’র কথা। ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, উচ্চ আয় অফার এবং স্পষ্ট করপোরেট পরিকল্পনার অধীনে আরামদায়ক পরিস্থিতিতে কাজ করার সুযোগ মিলবে এখানে। বলা হয়েছে-এটি নিউইয়র্কের সবচেয়ে বড় ড্রাইভিং কোম্পানি। যা সুনিয়ন্ত্রিত।
এছাড়া, এই কোম্পানিতে নমনীয় সময়সূচি, নেই কোন বস। নিজের সুবিধা অনুযায়ী, যতবার খুশি ড্রাইভ করার সুযোগ মিলবে বলেও জানানো হয়েছে ওয়েবসাইটে। রয়েছে বোনাস প্রোগ্রাম, উপহার সার্টিফিকেট এবং পুরষ্কার পাওয়ার সুযোগ। সেইসাথে লুকানো ফি ছাড়া কম কমিশনও।