বাংলাদেশে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। নিউইয়র্কের সচেতন প্রবাসীদের উদ্যোগে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সমাবেশের অন্যতম উদ্যোক্তা কান্তা কবীর বলেন, ‘সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ ও খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আমরা মর্মাহত। প্রবাসে থেকেও দেশের এমন মানবিক বিপর্যয়ের ঘটনা জানতে পেরে আমরা নীরব থাকতে পারি না।’