নিউজার্সির প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে পুনরায় নির্বাচিত করায় সেখানে বসবাসরতদের ধন্যবাদ জানিয়েছেন শাহীন খালিক। ২৫ নভেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশি বংশেোদ্ভুত এই মার্কিন নাগরিক।
এক বার্তায় শাহীন খালিক এই আহ্বান জানান। বলেন, সন্ধ্যা ৬.৩০ মিনিটে ২৩৬ ইউনিয়ন এভিনিউতে হবে শপথ গ্রহণ। এতে স্বাস্থ্যবিধি মানাসহ সবাইকে মাস্ক পরে উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি। বার্তায় শাহীন খালিক বলেছেন, এই বিজয় আমার-আপনার-প্রবাসী বাংলাদেশিদের। আসুন বাংলাদেশ কমিউনিটির ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে, ভাতৃত্বের বন্ধন রচনায়, প্রবাসে আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের উদ্দেশ্যে- হাতে হাত রাখি। অঙ্গীকার করি অনাদি অনন্ত সুন্দর প্রবাস বাংলাদেশ গড়ার।।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্যাটারসন সিটি নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ২০ নভেম্বর প্রকাশ করা হয়। শাহীদ খালিকের দেশের বাড়ি বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজারে। ১৯৯০ সালে থেকে প্যাটারসনে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। প্রবাসী বাংলাদেশীদের সেবাধর্মী প্রতিষ্ঠান নিউজার্সি হেলপ সেন্টারের প্রতিষ্ঠাতা শাহীন খালিক