মাদানী হজ গ্রুপ ইউএসএ আয়োজিত শিশুদের জন্য সিরাহ প্রতিযোগিতা প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে। থাকছে বিজয়ীদের জন্য বিশেষ পুরষ্কারের আয়োজনও।
প্রতিযোগিতায় শিশুদের অংশ নিতে +12127290610 নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
আইটিভি ইউএসএ-তে প্রচারিত হচ্ছে এই প্রতিযোগিতা। আয়োজনে পাশে আছে জাদু-৪, স্ক্যাই ক্যাবল, ফজলুল আইপিটিভি, মাই ক্যাবল, ইসলাম বক্স, জুম বি টিভি এক্স, কিং এইচডি টিভি, রকু, নেট ক্যাবল, অ্যাপল টিভি, আইপি বাংলা টিভিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।