নিউইয়র্কে আন্তর্জাতিক সিরাহ কনফারেন্স -২০২০ আয়োজন করা হয়েছে। ২৮ অক্টোবর অনুষ্ঠানের প্রথম দিনে কেরাত মাফফিলে অংশ নেবেন বিভিন্ন দেশের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অ্যাওয়ার্ড জয়ী ক্বারীরা।
সম্মানীয় ক্বারীদের মধ্যে বাংলাদেশ থেকে চার জন অংশ নিচ্ছেন। তারা হলেন, আহমদ বিন ইউসুফ, জুহিরুল ইসলাম, এ কে এম ফিরোজ এবং নাজমুল হাসান। এছাড়া সম্মানীয় বাকি ক্বারীরা হলেন-সংযুক্ত আরব আমিরাতের আজহারুল ইসলাম, যুক্তরাজ্যের ইমাম আলী টস, যুক্তরাষ্ট্রের ফখরুল ইসলাম এবং আব্দুল মাজীদ, কাতারের নুর মুহাম্মদ বিন আবুল হোসাইন, কানাডার মোহাম্মদ মোজাম্মেল হোসাইন এবং মিশরের ইউসুফ সাকিম আল আজহারি।
কনফারেন্সে সম্মানীয় হোস্ট হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের শেখ আব্দুল হাকিম। স্থানীয় সময় সকাল দশটায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে দুপুর একটা পর্যন্ত। আইটিভি ইউএসএ, উইজডম ইসলামিক টিভি তে সরাসরি দেখা যাবে সীরাহ সম্মেলন। পাশাপাশি শোনা যাবে এফএম-৭৮৬ এ।