নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিল প্রার্থী সোমা সায়ীদের উদ্যোগে ফান্ডরাইজিং লাঞ্চের আয়োজন করা হয়েছে।
আজ ১৩ ডিসেম্বর রোববার জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ের মিরচি রেস্টুরেন্ট হবে অনুষ্ঠানটি। বেলা ১২ টা থেকে দুইটা পর্যন্ত দুই ঘণ্টা চলবে ফান্ডরাইজিং।
এতে বন্ধুদের ২০০ এবং সাপোর্টারদের জন্য ১৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রত্যেক সাধারণ মানুষের জন্য তা নির্ধারণ হয়েছে ১০০ ডলার করে। চেকের মাধ্যমেও ফান্ড রাইজিং-এ সহযোগিতা করা যাবে বলে জানিয়েছেন সোমা সায়ীদ।