ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর এখনো স্বাভাবিক হয়নি ওয়াশিংটন ডিসি। ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠান নিয়ে মাথাচাড়া দিয়ে উঠছে নতুন শঙ্কা। শপথকে কেন্দ্র করে পুরো দেশে সশস্ত্র বিক্ষোভের পরিকল্পনার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গোয়েন্দা সংস্থাটি জানাচ্ছে, ৫০টি অঙ্গরাজ্যের রাজধানীতে সশস্ত্র বিক্ষোভের পরিকল্পনা করেছে ট্রাম্পের উগ্র সমর্থকরা।
ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধান জেনারেল ড্যানিয়েল হোকানসন সাংবাদিকদের বলেন, রাজধানীর নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে সহযোগিতার জন্য আগামী শনিবারের (১৬ জানুয়ারি) মধ্যে ওয়াশিংটনে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করা যাবে বলে তিনি আশা করছেন। স্থানীয় প্রশাসন অনুরোধ করলে এই সংখ্যা ১৫ হাজার পর্যন্ত উন্নীত করা যাবে।
এদিকে ‘আমেরিকা ইউনাইটেড’ স্লোগান নিয়ে অনুষ্ঠেয় আসন্ন অভিষেক নিয়ে জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, ‘আমি বাইরে শপথ নিতে ভয় পাচ্ছি না। তবে যেসব লোক রাষ্ট্রদ্রোহের সঙ্গে যুক্ত হচ্ছেন, অন্যদের জীবন ঝুঁকিতে ফেলছেন, সরকারি স্থাপনা নষ্ট করছেন, বড় ধরনের ক্ষতির কারণ হয়ে উঠছেন, তাদের জবাবদিহির আওতায় আনা দরকার।’