যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল ফুটবল লীগের এর কোচের দায়িত্ব পেলেন একজন মুসলিম। নিউইয়র্ক জেটসের দায়িত্ব সামলাবেন লেবানিজ অভিবাসী রবার্ট সালেহ।
মিশিগানে বেড়ে উঠা ছয় সন্তানের জনক সালেহ’র সাফল্যে মুসলিম কমিউনিটিতে বইছে উচ্ছ্বাস। সালাহ জানান, ২০০২ সালেহ কলেজিয়েট পর্যায়ে কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০০৫ সালে এনএফএল এর টিম হিউস্টন টেক্সান তাকে নিয়োগ দেয়। এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। নতুন দায়িত্ব নিয়ে সালেহ বলেছেন, ভাল কিছু করতে খানিকটা সময় হয়তো লাগবে। তবে যা কিছু করবো তা ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই।