নিউইয়র্কে ১০দিন ব্যাপী প্রথম ভার্চুয়াল বাংলা বইমেলা শুরু হচ্ছে আগামীকাল ১৮ সেপ্টেম্বর থেকে। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। করোনাভাইরাসের কারণে এই মেলা হবে ভার্চুয়াল, সরাসরি দেখা যাবে ইউটিউব ও ফেসবুকে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে বৃহত্তম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী এই বইমেলায় এ বছর বিশ্বের ৩০টিরও অধিক দেশের বাংলা ভাষা ও সাহিত্যপ্রেমী বাঙালিরা অংশগ্রহণ করছেন।