দীর্ঘ দিন অপেক্ষার পর অবশেষে শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় শুরু হতে যাচ্ছে আফগানিস্তান সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যকার আলোচনা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সর্বশেষ বাধা হিসেবে ছয় তালেবান সদস্যের মুক্তির বিষয়টি সমাধান হয়েছে। আলোচনা শুরুর কথা নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।